Translate

Tuesday, November 1, 2016

কি গান গাইলেন ইতিহাস গড়া ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ( ভিডিওতে দেখুন )

ইংলিশদের বিরুদ্ধে টাইগারদের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান পালন করেছেন মেহেদি হাসান মিরাজ। এই অনন্য নৈপুণ্যের পুরস্কার হিসেবে হয়েছেন সিরিজ সেরাও। রাতারাতি গিয়েছেন তারকা বনেও। তবে খেলার পাশাপাশি গানের প্রতিও মিরাজের রয়েছে প্রখর ভালোবাসা যা প্রকাশ পেয়েছে খেলার পরপরই।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন ‘সময়’ কে দেওয়া একটি সাক্ষাৎকারে গান গাইতে দেখা যায় মিরাজকে যা আজ খেলার পরপরই নিজেদের ফেসবুক পেজে আপলোড করে টেলিভিশনটি। সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় ফেসবুকে। এসময় তাকে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি গাইতে দেখা যায়।
বিষয়টি নজের আসে কণ্ঠশিল্পী ইমরানেরও। ভিডিওটি নিজের ফেসবুক দেয়ালে শেয়ার করেন ইমরান। সঙ্গে তিনি মিরাজের অনবদ্য পারফরমেন্সের জন্য অভিনন্দনও জানান। https://www.facebook.com/studiopandaBD/
" Watch Video Here - এখানে ভিডিও দেখুন "

0 comments:

Post a Comment

Thanks for Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money