১২৯ বছরের অক্ষত রেকর্ড এখন টাইগার মিরাজের
রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় মেহেদী হাসান মিরাজ
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মেহেদী হাসান মিরাজ। এই ৬ উইকেটের ৫টি মেহেদীর। চা বিরতির পরই নিয়েছেন সবগুলো। প্রথম ইনিংসে ৮২ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ১৯ বছর ৫ দিন বয়সে অফ স্পিনার মেহেদী ম্যাচে ১০ উইকেট নিলেন। তাতে ইতিহাসের পঞ্চম সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড হয়েছে তার। বাংলাদেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেট তার।
টেস্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ডটাও বাংলাদেশের। বাঁ হাত স্পিনার এনামুল হক জুনিয়র ১৮ বছর ৪০ দিন বয়সে ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন।
" Watch...