Translate

Wednesday, October 19, 2016

উত্ত্যক্তের প্রতিবাদ করায় BCIC College এর ছাত্রী দু'বোনকে পা ভেঙে দিল বখাটেরা

তাজা খবর BCIC college দু'বোনকে শারীরিক নির্যাতন LIVE Bangla News.

ঢাকা: উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজধানীর মিরপুরে এক কলেজছাত্রীর পা ভেঙে দিয়েছে বখাটেরা। সেই সঙ্গে আরেকজনকে পিটিয়ে আহত করেছে।

বুধবার দুপুরে মিরপুরের বিসিআইসি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে জীবন করিম নামের এক যুবককে আসামি করে শাহ আলী থানায় মামলা করা হয়েছে।

হামলার শিকার দুই ছাত্রী যমজ বোন। তাদের বাসা রাজধানীর পূর্ব মণিপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন ওই দুই ছাত্রী। এসময় বাসে উঠতে গেলে তাদের উত্ত্যক্ত করতে থাকে জীবন করিমসহ আরও তিন যুবক। এক পর্যায়ে যুবকেরা দুই ছাত্রীকে মারধর করতে থাকেন। খবর পেয়ে কলেজের শিক্ষকরা এগিয়ে এলে তাদের ওপর চড়াও হন জীবন ও তার সঙ্গীরা।
" Watch Video Here - এখানে ভিডিও দেখুন "

মামলার বাদী ওই দুই শিক্ষার্থীর বাবা জানান, বিসিআইসি কলেজের সামনে প্রায়ই জীবনসহ কয়েক যুবক শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতো। ঘটনার সময় তার দুই মেয়েসহ অন্য শিক্ষার্থীদের তারা উত্ত্যক্ত করছিল। এসময় তার বড় মেয়ে প্রথমে প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে জীবন তার মুখ চেপে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এ ঘটনা দেখে ছোট মেয়ে মারধরের কারণ জানতে চাইলে তার ওপর ওই যুবকেরা চড়াও হন। এক পর্যায়ে লাঠি নিয়ে ছোট মেয়েটিকে আঘাত করতে থাকে জীবন। আঘাতের কারণে তার বাঁ পা ভেঙে গেছে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “দুপুরে মামলা করা হয়েছে। মামলায় জীবনকে আসামি করা হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।”

0 comments:

Post a Comment

Thanks for Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money