England has refused to do the alternative proposal?
বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার চলতি ওয়ানডে সিরিজে টানটান উত্তেজনা বিরাজমান। সিরিজে ১-১ ব্যবধানে সমতা থাকায় ৩য় ওয়ানডেটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ জিততে দুই দলই নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত। কিন্তু বৃষ্টিতে বাংলাদেশ-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে পন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বাজে আবহাওয়ার কারণে তৃতীয় ওয়ানডে ভেস্তে গেলে রিজার্ভ ডেতে সেটি আয়োজন করার কথা ভেবেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু তাতে সম্মতি দেয়নি ইসিবি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেন, ‘ইসিবির কাছে আজ একটি অনুরোধ এসেছিল এভাবে, সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলে রিজার্ভ ডেতে তা আয়োজন করা যায় কিনা। প্রথমত আমরা বিবেচনা করেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা অনুরোধটা রাখতে পারছি না। কেননা এবারের আঁটসাঁট সফরে এটা (রিজার্ভ ডে) সম্ভব নয়।’
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আবহাওয়ার কথা ভেবেই আমরা ইসিবির কাছে প্রস্তাবটি রেখেছিলাম। আমরা জানতে চেয়েছিলাম যে তারা (ইংল্যান্ড) রিজার্ভ ডেতে খেলতে আগ্রহী কিনা? কিন্তু তারা ‘না’ বলে দিয়েছে।’
0 comments:
Post a Comment
Thanks for Comment