১২৯ বছরের অক্ষত রেকর্ড এখন টাইগার মিরাজের
রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় মেহেদী হাসান মিরাজ
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মেহেদী হাসান মিরাজ। এই ৬ উইকেটের ৫টি মেহেদীর। চা বিরতির পরই নিয়েছেন সবগুলো। প্রথম ইনিংসে ৮২ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ১৯ বছর ৫ দিন বয়সে অফ স্পিনার মেহেদী ম্যাচে ১০ উইকেট নিলেন। তাতে ইতিহাসের পঞ্চম সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড হয়েছে তার। বাংলাদেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেট তার।
টেস্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ডটাও বাংলাদেশের। বাঁ হাত স্পিনার এনামুল হক জুনিয়র ১৮ বছর ৪০ দিন বয়সে ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন।
" Watch Video Here - এখানে ভিডিও দেখুন "
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন পূরণ করলেন মেহেদী। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ম্যাচে মেহেদীর দশম শিকার। গ্যারি ব্যালান্স ইনিংসে পঞ্চম শিকার। বয়সের হিসেবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড মেহেদীর আগে আছেন ওয়াকার ইউনিস (১৮ বছর ৩৩৬ দিন), এল সিভারামকৃষ্ণানি (১৮ বছর ৩৩৩ দিন), ওয়াসিম আকরাম (১৮ বছর ২৫১ দিন) ও এনামুল জুনিয়র।
১২৯ বছরের অক্ষত রেকর্ড এখন টাইগার মিরাজের
চট্টগ্রামে টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মিরাজ। ঢাকায় দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। আজ আরও ৬ উইকেট নিয়ে ১২৯ বছরের রেকর্ড ভাঙলেন করলেন মিরাজ। সব মিলিয়ে মিরাজের পকেটে এখন ১৯ উইকেট।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন সদ্য ১৯-এ পা রাখা এই তরুণ। এবার তার সামনে বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি। দ্বিতীয় ইনিংসে ৬ ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে ১২৯ বছরের অক্ষত রেকর্ড ভাঙলেন মিরাজ।
১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জন জেমস ফেরিস অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন।
অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট
১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জন জেমস ফেরিস অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন।
অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট
নাম দল প্রতিপক্ষ উইকেট গড়
মেহেদি মিরাজ বাংলাদেশ ইংল্যান্ড ১৯
জন জেমস ফেরিস অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১৮ ১৩.৫০
চার্লি টার্নার অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১৭ ৯.৪৭
অ্যাডাম হাকলি জিম্বাবুয়ে নিউজিল্যান্ড ১৬ ২৩.১৮
টম কেন্ডাল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১৪ ১৫.৩৫
স্কলিফিল্ড হাই ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ১৪ ১৫.৭১
কি গান গাইলেন ইতিহাস গড়া ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ( ভিডিওতে দেখুন )
চার্লি টার্নার অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১৭ ৯.৪৭
অ্যাডাম হাকলি জিম্বাবুয়ে নিউজিল্যান্ড ১৬ ২৩.১৮
টম কেন্ডাল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১৪ ১৫.৩৫
স্কলিফিল্ড হাই ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ১৪ ১৫.৭১
কি গান গাইলেন ইতিহাস গড়া ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ( ভিডিওতে দেখুন )
0 comments:
Post a Comment
Thanks for Comment