Translate

Sunday, October 9, 2016

সালমান খানকে দেশ ছাড়ার হুমকি ( Salman Khan's threat to leave the country )..

পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করতে দেয়া হচ্ছে না। বরং নানা হুমকি ধমকি দিয়ে তাদেরকে ভারত থেকে বের করে দেয়া হচ্ছে। এর প্রতিবাদে মুখ খুলে বিপদে পড়েছেন সালমান খান। তাকে দেশ ছাড়ার হুমকি দিয়েছে উগ্রবাদী হিন্দু গোষ্ঠী শিবসেনা।

http://studiopandabd.blogspot.com

কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার পরই ভারত- পাকিস্তানের সম্পর্ক চরম আকার ধারণ করে। দুই প্রতিবেশির কূটনৈতিক সম্পর্কের প্রভাব পড়ে সাংস্কৃতিক জগতেও। এরই ধারাবাহিকতায় ভারতের বেশ কয়েকটি উগ্রবাদী গোষ্ঠি পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার প্রতি সরকারের নিষেধাজ্ঞা জারির আহ্বান জানায়।
এই আহ্বানে সহমত ঘোষণা করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিও। বিজেপির এক নেতা তো এ কথাও বলেন যে, পাকিস্তানের শিল্পীদের জুতাপেটা করে ভারত থেকে বের করে দেয়া উচিত।
এই পরিস্থিতি সালমান এক অনুষ্ঠানে বলেন, ‘পাকিস্তানের শিল্পীরা সন্ত্রাসী নন। আমি ভারত সরকারকে অনুরোধ করবো যাতে পাকিস্তানের শিল্পীদের ভারতে কাজ করত দেয়া হয়।’
http://studiopandabd.blogspot.com

সালমানের এই কথা সংবাদ মাধ্যমে প্রচারের পরপরই তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। এরই ধারাবাহিকতায় এবার সালমানকে দেশ ছাড়ার হুমকি দিলো শিবসেনা। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি শিবসেনার সদস্যরা। তারা সালমানের কুশপুত্তলিকাও পুড়িয়েছে বলে জানা গেছে।

0 comments:

Post a Comment

Thanks for Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money