পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করতে দেয়া হচ্ছে না। বরং নানা হুমকি ধমকি দিয়ে তাদেরকে ভারত থেকে বের করে দেয়া হচ্ছে। এর প্রতিবাদে মুখ খুলে বিপদে পড়েছেন সালমান খান। তাকে দেশ ছাড়ার হুমকি দিয়েছে উগ্রবাদী হিন্দু গোষ্ঠী শিবসেনা।
কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার পরই ভারত- পাকিস্তানের সম্পর্ক চরম আকার ধারণ করে। দুই প্রতিবেশির কূটনৈতিক সম্পর্কের প্রভাব পড়ে সাংস্কৃতিক জগতেও। এরই ধারাবাহিকতায় ভারতের বেশ কয়েকটি উগ্রবাদী গোষ্ঠি পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার প্রতি সরকারের নিষেধাজ্ঞা জারির আহ্বান জানায়।
এই আহ্বানে সহমত ঘোষণা করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিও। বিজেপির এক নেতা তো এ কথাও বলেন যে, পাকিস্তানের শিল্পীদের জুতাপেটা করে ভারত থেকে বের করে দেয়া উচিত।
এই পরিস্থিতি সালমান এক অনুষ্ঠানে বলেন, ‘পাকিস্তানের শিল্পীরা সন্ত্রাসী নন। আমি ভারত সরকারকে অনুরোধ করবো যাতে পাকিস্তানের শিল্পীদের ভারতে কাজ করত দেয়া হয়।’
0 comments:
Post a Comment
Thanks for Comment