Translate

Tuesday, August 30, 2016

In India, foreign tourists 'skirt' advice not to wear (ভারতে বিদেশি পর্যটকদের 'স্কার্ট' না পরার পরামর্শ )

প্রতি বছর ভারতে হাজার হাজার বিদেশি পর্যটক আসেন।Every year, thousands of foreign tourists coming to India.

ভারতে এসে বিদেশি পর্যটকদের ‘স্কার্ট না পরার’ ও ‘রাতে একলা ঘোরাঘুরি না করার’ পরামর্শ দিয়ে প্রবল বিতর্ক তৈরি করেছেন দেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা।
পরে তিনি নিজের বক্তব্যের সমর্থনে সাফাই দিলেও সে বিতর্ক থামেনি।
আগ্রার মতো জনপ্রিয় পর্যটনস্থলগুলোতে বিদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার কী করছে, রবিবার এমন এক প্রশ্নের জবাবে ভারতের পর্যটন মন্ত্রী ওই বিতর্কিত মন্তব্য করেন।
মহেশ শর্মা তখন বলেছিলেন, “এয়ারপোর্টে যখন বিদেশি পর্যটকরা নামবেন তখন তাদের হাতে কী করা উচিত ও কী করা উচিত নয়-এর একটি তালিকা ধরিয়ে দেওয়া হবে। সেখানেই বলা থাকবে, কোনও ছোট জায়গায় যখন তারা যাবেন তখন যেন রাতে একলা না বোরোন কিংবা স্কার্টের মতো পোশাক না-পরেন!’’
ভারতকে একটি সংস্কৃতিসম্পন্ন দেশ হিসেবে বর্ণনা করে তিনি আরও বলেন “আমাদের দেশের মন্দিরগুলোতে একটা পোশাকবিধি আছে, সেখানে যাওয়ার সময় সেটা মাথায় রাখলে ভাল"।
তবে মন্ত্রী অবশ্য তখনই স্পষ্ট করে দিয়েছিলেন, কে কী পোশাক পরবেন বা পরবেন না এমন কোনও ড্রেস কোড বা পোশাকবিধি চালু করার ইচ্ছে সরকারের নেই।
কিন্তু তা সত্ত্বেও মন্ত্রীর স্কার্ট না-পরার পরামর্শ নিয়ে এরপরই তুমুল হইচই শুরু হয়ে যায়, সোশ্যাল মিডিয়াতে অনেকেই মন্ত্রী মহেশ শর্মাকে কটাক্ষ করে মন্তব্য করতে শুরু করেন।
কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচক বলে পরিচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেন, “বৈদিক যুগেও ভারতের নারীদের যে পোশাক পরা না-পরার স্বাধীনতা ছিল, মোদির যুগে সেটুকুও আর নেই!’’
তার মন্তব্য প্রবল বিতর্ক তৈরি করেছে, এটা বুঝেই এদিন সকালে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে এগিয়ে আসেন মহেশ শর্মা।
তিনি দাবি করেন, পর্যটকদের সুরক্ষা নিয়ে ‘উদ্বেগে’র কারণেই তিনি স্কার্ট না-পরার কথা বলেছিলেন।
মি: শর্মা আরও বলেন, “আমি নিজে দুই কন্যার পিতা। আমি নারীদের কখনোই বলতে যাব না যে কী পরা উচিত বা কী পরা উচিত নয়"।
তিনি আরও বলেন, “আমাদের সংস্কৃতি হল অতিথিদেবো ভব, অতিথিদের আমরা দেবতার মতো দেখি। ফলে আমরা এমন কোনও নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবতেই পারি না, কিন্তু সাবধান হওয়ার মধ্যে দোষের কিছু নেই"।

Foreign tourists come to India, "do not wear a skirt" and "not to hang around alone at night 'counsel made a strong debate Mahesh Sharma, Minister of Tourism and Culture.
He later defended his statement, though he stopped the debate.
Agra a popular paryatanasthalagulote foreigners to ensure the safety and protection of the government, the tourism minister said on Sunday in response to a question about the controversial remarks.
When Mahesh Sharma said, "the foreign tourists at the airport getting what they should and should not do to a list of which will be delivered. Said there would be a small place, so that when they go out alone at night, do not wear clothing Boro or a skirt! '
Describing India as a country of culture, he said: "Our country is a posakabidhi temples there, head down the best time to go there."
However, the minister has made clear, however, what clothes to wear or not to wear such a dress code or posakabidhi government does not want to start.
However, the minister did not skirt-wearing advice and then started fierce uproar, social media, many people began to comment and refers to the Minister Mahesh Sharma.
The central government critic, known as Delhi Chief Minister Arvind Kejriwal tweeted, "India's Vedic era, women had the freedom to wear or not to wear clothing that Modi is no age anymore! '
His comments made vigorous debate, noting the day it came out in the morning to explain his remarks Mahesh Sharma.
He claimed that the protection of tourists' udbegera why he did not wear a skirt spoke.
Mr. Sharma said, "I am the father of two daughters myself. I'm not going to say that women are never what you should wear, what to wear or not. "
He added, "Our culture is the essence atithidebo guests as we see god. As a result, we can not think about any sanctions, but there is nothing wrong in being careful. ")

0 comments:

Post a Comment

Thanks for Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money