রিও অলিম্পিকে অংশ নেওয়ার সুবাদে ইতিমধ্যে সব মিলিয়ে ২২টি স্বর্ণের মালিক হয়েছেন খ্যাতনামা মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস। তবে চলমান আসরে ১৯তম স্বর্ণজয়ের মুহূর্তে ফেলপসের শরীরজুড়ে থাকা কালচে-গোলাপি রঙের দাগ আলোচনায় নিয়ে এসেছে এক ধরনের প্রাচীন চিকিৎসা পদ্ধতির কথা। যা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত ও নির্দেশিত একটি চিকিৎসা ব্যবস্থা। যাকে আধুনিক বিজ্ঞানের পরিভাষায় কাপিং (Cupping) থেরাপি এবং আরবিতে হিজামা (حِجَامَة ) বলা হয়।
( In all, the two are already taking part in the Olympics in Rio de Janeiro through the renowned American swimmer Michael Phelps became the owner of the gold. Phelps' gold at the ongoing 19th edition of Around the Body dark-pink spots on the discussion has come up with some kind of ancient treatment method. Stated that the Prophet PBUH and indicated a treatment. In modern science, which kapim (Cupping) Therapy and Arabic hijama (حجامة) is called. )
আরবি ‘আল হাজম’ থেকে এসেছে এই শব্দের উৎপত্তি। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। এই প্রক্রিয়ায় সুঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়। এতে শরীরের মাংসপেশীসমূহের রক্তপ্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অরগানসমূহের কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শরীর সতেজ ও শক্তিশালী হয়।
( Arabic 'Al-hajama' is derived from the origin of the word. Which means sucking or drag. Through this process, embroiderer with negative pressure (up / Cuse) is brought to limp out of the blood stream polluted. Thews to accelerate the circulation of blood to the body. Muscle, skin, skin and inside the body, as well as to increase the effectiveness of araganasamuhera body is fresh and strong ).
বলা হয়ে থাকে, হিজামার মাধ্যমে ব্যাকপেইন, উচ্চ রক্তচাপ, পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, মাথাব্যথা (মাইগ্রেন), ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, আর্থ্যাইটিজ, বাত, ঘুমের ব্যাঘাত, থাইরয়েড ব্যাঘাত, জ্ঞান এবং স্মৃতিশক্তিহীনতা, ত্বকের বর্জ্য পরিষ্কার, অতিরিক্ত স্রাব নিঃসরণ বন্ধ করা, অর্শ, অন্ডকোষ ফোলা ও ফোঁড়া-পাঁচড়া ইত্যাদি প্রতিরোধ হয়। এছাড়াও স্মৃতিশক্তি বৃদ্ধি, শরীর সতেজ ও কর্মস্পৃহা বাড়াতেও কার্যকারী ভূমিকা রাখে হিজামা।
(It is, by hijamara byakapeina, high blood pressure, foot pain, knee pain, headaches (migraine), neck pain, hip pain, joint pain, arthyaitija, arthritis, sleep disturbances, thyroid disturbances, knowledge and smrtisaktihinata, waste clean skin, extra off discharge, piles, swollen scrotum, etc., and to prevent boil-itch is. Also increase retention, increase the body fresh and dedication hijama effective role.)
জলদানব ফেলপস ছাড়াও অনেক ক্রীড়াবিদের কাছে এটা খুবই জনপ্রিয় একটি থেরাপি। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাও (আইওসি) এই থেরাপিকে বৈধতা দিয়েছে। আগেও অনেক অ্যাথলেটের গায়ে এমন দাগ দেখা গেছে। কিন্তু আলোচনা তৈরি হলো ফেলপসকে দেখে।
আমাদের দেশে হিজামাকে সাধারণ অর্থে শিঙা লাগানো বলা হয়। আরব দেশে উৎপত্তি অতি প্রাচীন এই চিকিৎসা পদ্ধতিকে নবীর দেখানো বা বলা চিকিৎসা পদ্ধতি বলা হয়। হযরত রাসূলুল্লাহ (সা.) হিজামার উপকারিতা সম্পর্কে উম্মতকে অবহিত করেছেন। তিনি নিজে এ পদ্ধতির চিকিৎসা ব্যবহার করেছেন এমনকি অন্যকে হিজামা পদ্ধতির চিকিৎসা নিতে উৎসাহিতও করেছেন।
(In addition, it is very popular with many athletes jaladanaba Phelps therapy. The International Olympic Association (IOC) gave legitimacy to this therapy. Before that mark was seen on many athletes. But the discussion at the phelapasake.
Hijamake horn planted in our country is common sense. Arab countries are very ancient origin of this treatment shown to the Prophet or the treatment method is called. The Prophet (peace be upon him.) Hijamara informed about the advantages of community. He has used this approach to medical treatment, even encouraged other hijama approach).
হাদিসে আছে, হযরত রাসূলুল্লাহ (সা.) হিজামা করেছেন মাথা ব্যথার প্রতিষেধক হিসেবে। পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মাঝে ও ঘাড়ের দু’টি রগে। হিজামার উপকারিতা সম্পর্কে সিহাহ সিত্তার গ্রন্থসমূহে বহু হাদিস রয়েছে।
হযরত ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে নবী করিম (সা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। এগুলো হলো- শিঙা লাগানো, মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ –সহিহ বোখারি: ৫৬৮১
(According to a Hadith, the Prophet of Allah (peace be upon him.) Hijama as the antidote to the headache. For back pain and neck between the shoulders of the two identified. There are many hadith about the benefits hijamara Sihah Sitta books.
Ibn Abbas (RA.) - According to the Prophet (peace be upon him.) Reported, "The healing lies in three things. These seats are fitted with horn, honey and hot spots on the fire. But I think my generation not to fire hot spots. "Sahiha bokhari: 5681)
হিজামার সময় প্রয়োজনীয় সরঞ্জাম অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে। অতঃপর হিজামার স্থানে ধারালো সুঁচ বা ব্লেড দ্বারা হালকাভাবে ছিদ্র করে নিতে হবে। পরে কাপ সেট করে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। এভাবে দূষিত রক্ত বের হয়ে কাপে জমতে থাকবে।
এখানে আরও একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, হিজামার পর সাধারণত ওই স্থানে গোল চিহ্ন বা ফোলা অনুভূত হয়। যা সর্বোচ্চ তিন দিন থাকতে পারে। এটা দূষিত রক্ত বের হওয়ার চিহ্ন।
(Hijamara during the course of the necessary equipment to be sterilized. Then hijamara by the sharp needle or blade should be lightly hole. The cup will have to wait a few minutes to set up. Thus, out of the contaminated blood will accumulate Cup.
One thing needs to be mentioned here, the place is usually after hijamara round marks or swelling is felt. Which can have a maximum of three days. It hna Chi contaminated blood coming out.)
0 comments:
Post a Comment
Thanks for Comment