-বৃষ্টির দিনের সর্ব প্রথম সবসময়ের সঙ্গী ছাতা।
– তারপর বলতে হয় বৃষ্টিস্নাত দিনে বাইরে যাওয়ার সময় সুতি কাপড়ের পরিবর্তে সিল্কের কাপড়
পড়া উচিৎ কারণ সুতি কাপড় ভিজে গেলে শুকাতে সময় লাগে আর সিল্কের বেলায় এই ঝামেলা
থাকে না। এছাড়া ও ভেজা সুতি কাপড় অনেকক্ষণ ধরে গায়ে থাকলে জ্বর-সর্দি-কাশি বেড়ে
যাওয়ার বিড়ম্বনা থাকে।
– বৃষ্টির দিনে যেকোন কাজের প্রয়োজনে প্রত্যেকটা মানুষকে কোন না কোন সময় বাইরে বের
হয়ে নালা-নর্দমার ময়লা পানিতে হাটা চলা করতে হয় ।ময়লা পানি যখন পায়ে লাগে তখন
অবশ্যই বাইরে থেকে এসে গরম পানি দিয়ে পা পরিস্কার করা উচিৎ।
– গরম পানিতে পা ধুয়ে তোয়ালে দিয়ে ভাল করে মুছে নিতে পারেন আর যারা একটু রুপ
সচেতন তারা ইচ্ছে করলে স্ক্র্যব দিয়ে পা পরিস্কার করতে পারেন।
– সপ্তাহে অন্তত একবার গরম পানিতে শ্যম্পু দিয়ে ২০-২৫ মিনিট পা ভিজিয়ে রাখতে পারেন।
– তারপর ভালো কোন ব্র্যান্ডের লোশন অথবা ভেসলিন দিয়ে পায়ে ভাল করে ম্যাসেজ করে
নেন।
– বর্ষাকালে প্রত্যেকের উচিৎ যথাযত যত্ন নিয়ে হাত এবং পায়ের নখ ছোট রাখা।
– সর্বোপরি জুতা কেনার সময় বৃষ্টি উপযোগী জুতাকে প্রাধান্য দেওয়া উচিৎ।
To do on a rainy day
- Then it's time to speak out on the rain silk instead of cotton cloth
Cotton should read because it takes longer to dry when wet silk at this disturbance
Do not have. In addition, wet cotton cloth for a long time without wearing a cold-fever rises
Embarrassment to it.
- A rainy day is not any time for any work necessary for each person to go out
The drain-sewage water while walking along the water takes a while to plug the mayala
Cleaning the outside of the legs should come with hot water.
- Wash your feet with a towel in hot water and a little form that can be removed
If you wish to make clear that they are aware of
skryaba feet.
- At least once a week in hot water for 0-5 minutes with syampu can keep feet wet.
- And like any good brand lotion or massage along bhesalina
Took.
- The rainy season, everyone should take proper care to keep hands and feet, short nails.
- Above all, priority should be jutake buying shoes for rain.
1 comments:
thanks .... to give good tips.
Post a Comment
Thanks for Comment