Translate

Monday, August 29, 2016

john Kerry praised Bangladesh tweets (বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে টুইট জন কেরির)


Image result for john kerry v twitterImage result for twitter

 ঢাকা: বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে টুইট করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার (২৯ আগস্ট) দুটি পৃথক টুইটে তিনি এ প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেও বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

একটি টুইটে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালের ছবি পোস্ট করে কেরি টুইট করেন, উন্নয়নে বাংলাদেশের অসাধারণ গল্প রয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত।

তারপরের টুইটে কেরি লেখেন, “বাংলাদেশে আজ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে ছিল নিরাপত্তা ইস্যু এবং কট্টরপন্থি সহিংসতার বিরুদ্ধে আমাদের দৃঢ় সহযোগিতার বিষয়ও।”
একদিনের ঝটিকা সফরে সকালে ঢাকায় আসা কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গেও। তিনি এখন বৈঠক করছেন বিএনপি চেয়ারপাসরন খালেদা জিয়ার সঙ্গে। এসব বৈঠকে কেরির আলোচনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়ানোর প্রকাশ পেয়েছে।

0 comments:

Post a Comment

Thanks for Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money