দুবাই শাসকের অফিস অভিযান Dubai ruler's office raided |
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ সরকারি অফিসে হঠাৎ করে পরিদর্শন করতে এসে নিজেই হতবাক হয়ে গেলেন।
রোববার ছিল দুবাইয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস।
শেখ মোহাম্মদ সিদ্ধান্ত নিলেন তিনি সরকারি অফিসের কাজকর্ম ঘুরে দেখবেন।
সেই অনুযায়ী সকালে সাড়ে সাতটা থেকে তিনি একের পর এক সরকারি দফতরে ঘুরতে লাগলেন।
কিন্তু প্রতিটি অফিসেই গিয়ে দেখলেন কর্মকর্তাদের কেউ অফিসে নেই।
গাল্ফ নিউজ পত্রিকা খবর দিচ্ছে, সরকারের গণমাধ্যম বিভাগ থেকে টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে খালি অফিসে শেখ মোহাম্মদ দাঁড়িয়ে রয়েছেন।
অফিসের ডেস্ক ফাঁকা। দেয়ালে শোভা পাচ্ছে তারই পোর্ট্রেট।
তবে গাল্ফ নিউজ বলছে, দুবাইয়ের সরকারি দফতের কাজকর্মের মান যেন বিশ্বমানের হয় তা নিশ্চিত করার লক্ষ্যে শেখ মোহাম্মদ প্রায়ই আচমকা বিভিন্ন অফিসে গিয়ে হাজির হন।
পত্রিকাটি বলছে, এর আগে দুবাই বিমান বন্দরেও একই ধরনের ঝটিকা পরিদর্শন চালানো হয়েছিল।
সে সময় অবশ্য দেখা গিয়েছিল ইমিগ্রেশন কর্মকর্তারা ঠিকই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
দুবাইয়ের শাসকের পরিদর্শনের সময় যারা অফিসে হাজির ছিলেন না, তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।
(Dubai's ruler Sheikh Mohammed bin Rashid came to visit government offices suddenly became shocked himself.
Sunday was the first working day of the week in Dubai.
Sheikh Mohammed decided he will visit a government office work.
Accordingly, at seven in the morning, one after another, he began to visit government offices.
Officers went to the office, but there is no one in the office.
Gulf News newspaper has reported, the media video, posted on Twitter from the office of Sheikh Mohammed is standing empty.
Empty office desk. His portrait is emblazoned on the wall.
However, according to the Gulf News, Dubai's government daphatera as a world-class performance standards in order to ensure that at the office of Sheikh Mohammed often sharply different.
According to the newspaper, before the Dubai airport the same kind of surprise inspections were carried out.
At that time, however, was found to immigration officials to carry out their duties well.
During a visit to the ruler of Dubai, who was not at the office, their fate is not known).
0 comments:
Post a Comment
Thanks for Comment