আমেরিকার কলোরাডো রাজ্যে একটি ঘূর্ণি ঝড়ের এই ছবিকে ১৩,০০০ ছবির মধ্য থেকে বাছাই করে গ্র্যান্ড প্রাইজ দেয়া হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক ২০১৫ ফটো প্রতিযোগিতায়। পনেরো দিন ধরে ঘূর্ণি ঝড়ের পেছনে ছুটে 'ডার্ট' নামের এই ছবি তুলেছেন অস্ট্রেলিয়ার বাসিন্দা জেমস স্মার্ট।
তেজস্ক্রিয় পদার্থে ক্ষতিগ্রস্ত হওয়া স্পেনের এই জলাভূমির ছবি দিয়ে প্রতিযোগিতার প্লেসেস বা স্থান শাখায় জয়ী হয়েছেন আন্দালুসিয়ার বাসিন্দা ফ্রানসিসকো মিনগোরান্স।
নিউ ইয়র্ক-এর জোয়েল এনসাধা পিপল বা মানুষ শাখায় প্রথম প্রাইজ পান, উগান্ডার এক বস্তিতে বাইসাইকেলে চড়া এক যুবকের এই ছবি দিয়ে।
হিদেকি মিযুতা তার ছবি 'হিল অফ ক্রসেস' তুলে ছিলেন লিথুয়ানিয়ার সিয়াউলিউ এ্যাপস্ক্রিটিসে। আরো ন'টি ছবির সাথে এই ছবি অনারেবল মেনশন পেয়েছে।
তাইওয়ানে ২০১৫ সালের চীনা নববর্ষ উদযাপনের সময় জ্যাকসন হুং এই ছবিতে এক পরিবারের দুই সদস্য এক অপরকে ধুপ কাঠি দেয়ার মুহূর্তকে ক্যামেরা বন্দী করেছেন।
ইরানের খুজেস্তানে তোলা ইয়ানান লি-র এই ছবিতে একদল ছাত্রীকে একটি পুরনো ট্যাংকের আশে-পাশে খেলা করতে দেখা যাচ্ছে।
"আমি বালিতে কয়েকটি ওরাংওটাঙের ছবি তুলছিলাম, যখন বৃষ্টি শুরু হয়। আমার ক্যামেরা সরিয়ে রাখার ঠিক আগ মূহুর্তে দেখলাম, একটা ওরাংওটাং একটি টারো পাতা তার মাথার উপর দিচ্ছে, নিজেকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য," বলছেন ফটোগ্রাফার এ্যান্ড্রু সুরিওনো।
মোহাম্মদ ইউসুফের "চেঞ্জিং শিফট" নামের ছবিতে দেখা যাচ্ছে কেনিয়ার মাসাই মারার পর্বতে কয়েকটি চিতা।
আলেসান্দ্রা মেনিকোনযি-র ছবিতে আল্পস পর্বতমালার একদল আলপাইন শা'ফ পাখির এ্যাক্রোব্যাটিক নৃত্য পরিবেশন করতে দেখা যাচ্ছে।
তাইওয়ানের দোউলিউ-এ একটি শব যাত্রার কয়েকজন সদস্যকে ক্যামেরা বন্দী করেছেন লারস হুবনার।
ব্রাজিলের রিও ডি জেনেরোও-র ইপানেমা বিচে চলছে আলটিনিও নামের এক ধরনের বিচ ফুটবল। ধরা পরেছে সিমন মন্টে-র ক্যামেরায়।
চীনের তিয়ান-শান পর্বতের রং-এর খেলার এই ছবি তুলেছেন তুগো চেং, যে ছবি পেয়েছে অনারেবল মেনশন। এই ফটো প্রতিযোগিতা সম্পর্কে আরো জানতে পারেন এই ওয়েবসাইটে: www.natgeo.com/photocontest
0 comments:
Post a Comment
Thanks for Comment