Translate

Tuesday, August 30, 2016

New water tank in Punjab, India ( ভারতের পাঞ্জাবে অভিনব পানির ট্যাংক )

Tractor, large-sized aircraft, you will see a big flower, even in the Punjab, which is the head of household water tanks.

( ট্র্যাক্টর, বিশাল আকারের ফুল এমনকী প্রকান্ড বিমান দেখতে পাবেন পাঞ্জাবে বাসাবাড়ির মাথায় যেগুলো আসলে পানির ট্যাংক) ।
ছবি: অজিত ভার্মা/বারক্রফট ইন্ডিয়া
বিমান পাগল সান্তোখ সিং উপ্পাল তার বাড়ির মাথায় বসিয়েছেন বিশেষভাবে ডিজাইন করা এই পানির ট্যাংক। পাঞ্জাবে বিভিন্ন বাড়ির মাথায় দেখতে পাবেন এধরনের সৃষ্টিধর্মী নানাধরনের পানির ট্যাংক।


ছবি: অজিত ভার্মা/বারক্রফট ইন্ডিয়া
এধরনের স্থাপত্য ব্যবহারিকভাবে পানির ট্যাংক হিসাবে বসানো হলেও এধরনের স্থাপত্যের মধ্যে দিয়ে বেশিরভাগ সময়ই বাড়ির মালিকের চাকরি, তার সামাজিক পরিচয় এবং তার আগ্রহের প্রতিফলন ঘটে।


ছবি: অজিত ভার্মা/বারক্রফট ইন্ডিয়া
জলন্ধর জেলার জান্দিয়ালা গ্রামের বাহারা সিং তার বাড়ির ছাদে পানির ট্যাংক হিসাবে বসিয়েছেন একটি যুদ্ধের ট্যাংক।


ছবি: অজিত ভার্মা/বারক্রফট ইন্ডিয়া
এধরনের পানির ট্যাংক যারা তৈরি করছেন তারা সুদক্ষ কারিগর।


ছবি: অজিত ভার্মা/বারক্রফট ইন্ডিয়া
পাঞ্জাব রাজ্যের বিভিন্ন জেলায় দোকানে কিনতে পাওয়া যায় এসব অভিনব পানির ট্যাংক। দোকানগুলোতে অভিনব এসব ট্যাংকের নমুনা দেখে আপনি বাছাই করতে পারেন কোন্‌টা আপনার পছন্দ।


ছবি: অজিত ভার্মা/বারক্রফট ইন্ডিয়া
বিশাল আকৃতির এসব ট্যাংক দেখা যায় অনেকদূর থেকে এবং বিভিন্ন এলাকার এসব অভিনব পানির ট্যাংক রীতিমত আলোচনার বিষয়।


ছবি: অজিত ভার্মা/বারক্রফট ইন্ডিয়া
প্রায়ই দেখা যায় এসব ট্যাংক দেখতে আশপাশের এলাকা থেকে মানুষজন সেখানে ভিড় জমাচ্ছেন অথবা তারা ছবি তুলছেন।


ছবি: অজিত ভার্মা/বারক্রফট ইন্ডিয়া
পানির ট্যাংকের জন্য সবচেয়ে জনপ্রিয় ডিজাইন হল পরিবহন সংক্রান্ত নানাধরনের স্থাপত্য।

Source : BBC Bangla



0 comments:

Post a Comment

Thanks for Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money