Tractor, large-sized aircraft, you will see a big flower, even in the Punjab, which is the head of household water tanks.
( ট্র্যাক্টর, বিশাল আকারের ফুল এমনকী প্রকান্ড বিমান দেখতে পাবেন পাঞ্জাবে বাসাবাড়ির মাথায় যেগুলো আসলে পানির ট্যাংক) ।

বিমান পাগল সান্তোখ সিং উপ্পাল তার বাড়ির মাথায় বসিয়েছেন বিশেষভাবে ডিজাইন করা এই পানির ট্যাংক। পাঞ্জাবে বিভিন্ন বাড়ির মাথায় দেখতে পাবেন এধরনের সৃষ্টিধর্মী নানাধরনের পানির ট্যাংক।

এধরনের স্থাপত্য ব্যবহারিকভাবে পানির ট্যাংক হিসাবে বসানো হলেও এধরনের স্থাপত্যের মধ্যে দিয়ে বেশিরভাগ সময়ই বাড়ির মালিকের চাকরি, তার সামাজিক পরিচয় এবং তার আগ্রহের প্রতিফলন ঘটে।

জলন্ধর জেলার জান্দিয়ালা গ্রামের বাহারা সিং তার বাড়ির ছাদে পানির ট্যাংক হিসাবে বসিয়েছেন একটি যুদ্ধের ট্যাংক।

এধরনের পানির ট্যাংক যারা তৈরি করছেন তারা সুদক্ষ কারিগর।

পাঞ্জাব রাজ্যের বিভিন্ন জেলায় দোকানে কিনতে পাওয়া যায় এসব অভিনব পানির ট্যাংক। দোকানগুলোতে অভিনব এসব ট্যাংকের নমুনা দেখে আপনি বাছাই করতে পারেন কোন্টা আপনার পছন্দ।

বিশাল আকৃতির এসব ট্যাংক দেখা যায় অনেকদূর থেকে এবং বিভিন্ন এলাকার এসব অভিনব পানির ট্যাংক রীতিমত আলোচনার বিষয়।

প্রায়ই দেখা যায় এসব ট্যাংক দেখতে আশপাশের এলাকা থেকে মানুষজন সেখানে ভিড় জমাচ্ছেন অথবা তারা ছবি তুলছেন।

পানির ট্যাংকের জন্য সবচেয়ে জনপ্রিয় ডিজাইন হল পরিবহন সংক্রান্ত নানাধরনের স্থাপত্য।
Source : BBC Bangla
( ট্র্যাক্টর, বিশাল আকারের ফুল এমনকী প্রকান্ড বিমান দেখতে পাবেন পাঞ্জাবে বাসাবাড়ির মাথায় যেগুলো আসলে পানির ট্যাংক) ।
বিমান পাগল সান্তোখ সিং উপ্পাল তার বাড়ির মাথায় বসিয়েছেন বিশেষভাবে ডিজাইন করা এই পানির ট্যাংক। পাঞ্জাবে বিভিন্ন বাড়ির মাথায় দেখতে পাবেন এধরনের সৃষ্টিধর্মী নানাধরনের পানির ট্যাংক।
এধরনের স্থাপত্য ব্যবহারিকভাবে পানির ট্যাংক হিসাবে বসানো হলেও এধরনের স্থাপত্যের মধ্যে দিয়ে বেশিরভাগ সময়ই বাড়ির মালিকের চাকরি, তার সামাজিক পরিচয় এবং তার আগ্রহের প্রতিফলন ঘটে।
জলন্ধর জেলার জান্দিয়ালা গ্রামের বাহারা সিং তার বাড়ির ছাদে পানির ট্যাংক হিসাবে বসিয়েছেন একটি যুদ্ধের ট্যাংক।
এধরনের পানির ট্যাংক যারা তৈরি করছেন তারা সুদক্ষ কারিগর।
পাঞ্জাব রাজ্যের বিভিন্ন জেলায় দোকানে কিনতে পাওয়া যায় এসব অভিনব পানির ট্যাংক। দোকানগুলোতে অভিনব এসব ট্যাংকের নমুনা দেখে আপনি বাছাই করতে পারেন কোন্টা আপনার পছন্দ।
বিশাল আকৃতির এসব ট্যাংক দেখা যায় অনেকদূর থেকে এবং বিভিন্ন এলাকার এসব অভিনব পানির ট্যাংক রীতিমত আলোচনার বিষয়।
প্রায়ই দেখা যায় এসব ট্যাংক দেখতে আশপাশের এলাকা থেকে মানুষজন সেখানে ভিড় জমাচ্ছেন অথবা তারা ছবি তুলছেন।
পানির ট্যাংকের জন্য সবচেয়ে জনপ্রিয় ডিজাইন হল পরিবহন সংক্রান্ত নানাধরনের স্থাপত্য।
Source : BBC Bangla
0 comments:
Post a Comment
Thanks for Comment