Translate

Friday, August 26, 2016

যারা অনলাইনে কোথাও কোন কাজ পাচ্ছেন না অথবা চেষ্টা করে করে বিফল তারা প্রতি মাসে 100-500+$ আয় করুন ইউটিউব থেকে



গুগলের ১০০+ Product এর মধ্যে YouTube অন্যতম।অনেকে YouTube থেকে প্রতিমাসে 100-500+$ ইনকাম করে থাকে।কিন্তু আপনি কিভাবে করবেন?আগেই বলে রাখি YouTube আপনাকে টাকা দিবে না।টাকা দিবে Google Adsense 




প্রথম ধাপ:


একটি জিমেইল একাউন্ট খুলতে হবে।বয়সটা আবশ্যই ১৮+ হতে হবে।আর আপনার যদি জিমেইল একাউন্ট থেকে থাকে তবে কোন সমস্যা নেই।ঐ জিমেইল দিয়েই কাজ করতে পারবেন।এতে কোন ধরাবাধা নিয়ম নেই।আর যারা জিমেইল একাউন্ট খুলতে পারেন না তারা Google/Youtube এ (How to create a gmail account) লিখে Search দিবেন।আশাকরি সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন।



    • এই জিমেইল দিয়ে Youtube এ Sign in করে একটি Youtube Channel Create করবেন। যারা Youtube Channel Create করতে পারেন না তারা Google/Youtube এ (How to create a Youtube Channel) লিখে Search দিবেন।আশাকরি সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন।তারপর ও যদি না পারেন আমিতো আছি। তবে আপনি নিজে চেষ্টা করলে আমি খুশি হব।
    • এখন আপনার Youtube Channel এ  ইউনিক Video Upload করুন। আবার বলছি ইউনিক ভিডিও(১ মিনিট প্লাস)।শুধুমাত্র্র খেয়াল রাখবেন ভিডিও গুলো ইউনিক(Don’t Copyright) কিনা।

    আমার ইউনিক ভিডিও বানানোর পদ্ধতি/অভিক্ততা :

    • কারো যদি ডিএসএলআর/ডিজিটাল/মোবাইল ক্যামেরা থেকে থাকে তাহলে খুব সহজে ইউনিক ভিডিও তৈরি করতে পারবেন।ইদানিং ফেসবুকে এ ধরনের ভিডিও অনেক আপলোড হয়।
    • যদি ওয়েব ক্যামেরা থেকে থাকে তবে আপনি খুব সহজে অন্যের ভিডিও React অর্থাৎ পুনরায় অভিনয় করে নিজের বলে চালিয়ে দিতে পারেন।যেমন Youtube React movie trailers লিখে Search দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।তবে অন্যের টিউটিরিয়াল আপনি React করতে পরবেন না।English ভাষায় React করাটা ভালো তবে Bangle তে করলেও কোন Problem নাই।অনেকেই হিন্দী/ইংরেজি ভাষা বোঝে না।আপনি তাকে বাংলায় সুন্দর ভাবে বুঝিয়ে দিতে পারেন।
    • বাসায় কোন ক্যামেরা নেই?? No problem আপনি খুব সহজে কিছু টিউটিরিয়াল তৈরি করতে পারেন বাংলায়/ইংরেজিতে।অনেকের হয়তো Micro Speaker নেই।
      সেক্ষেত্রে New Text Document এর সাহায্যে ভিডিওটি তৈরি করতে পারেন।
    • যাদের External TV card আছে তারা খুব সহজেই TV থেকে ভিডিও Record করে ভিডিওটি তৈরি করতে পারেন।তবে অবশ্যই খেয়াল রাখবেন বাংলাদেশী চ্যানেল থেকেই ভিডিও গুলো Record করতে হবে।ইদানিং YouTube এ অনেক লক্ষ্য করা যায়।
    • যাদের External TV card নেই তারা Online TV থেকে ভিডিও Record করে ভিডিওটি তৈরি করতে পারেন।তবে অবশ্যই খেয়াল রাখবেন বাংলাদেশী চ্যানেল থেকেই ভিডিও গুলো Record করতে হবে।Online এ TV দেখার Site টি হল Jagobd।এখানে প্রায় 30 টি চ্যানেল রয়েছে।
    • Youtube এর ভিডিও গুলোই আপনি আবার YouTube এ ছাড়তে পারেন তবে আপনারা নতুন অবস্হায় এটা পারবেন না।কারণ আনেকটা Edit করতে হয়।
    • যারা Game খেলতে ভালোবাসেন তারা ইচ্ছা করলে Game থেকে ভিডিওটা তৈরি করতে পারেন।

    তবে আপনার Channel এর নিস অর্থাৎ Category টা যেন ঠিক থাকে।যেমন Game হলে শুধু Game।অন্য কোন Video দিবেন না।এতে আপনার SEO করতে অনেক সুবিধা হবে।
  • 0 comments:

    Post a Comment

    Thanks for Comment

    Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

     
    Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money