Translate

Monday, August 29, 2016

Controlling the human brain smartphone! (স্মার্টফোন নিয়ন্ত্রণ করছে মানুষের ব্রেইন! )



Image result for Controlling the human brain smartphone!

স্মার্টফোন প্রযুক্তিবান্ধব দুনিয়া চিত্রটাই যেন বদলে দিয়েছে দিনে-রাতে স্মার্টফোনের পিছনে অনেকটা সময়ই ব্যয় হচ্ছে সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, ব্যবহারকারীদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে স্মার্টফোন পরোক্ষভাবে মানুষের ব্রেইন পরিচালিত হয় স্মার্টফোনের দ্বারা 
নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার ক্রমাগত মানুষের শারীরিক এবং ব্রেইনের রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছে আমাদের শরীরের ডোপামিন হরমোন সিস্টেমে হেরফের ঘটছে এর ফলে ডোপামিন হল এমন একটি হরমোন, যা মানব মস্তিষ্কে শরীরে অনেকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 
Image result for Controlling the human brain smartphone!এই হরমোনের নিঃসরণ আমাদের আবেগকে প্রভাবিত করে গবেষণায় দেখা গেছে, স্মার্টফোনে আসক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটা অনেক সময়েই স্বাভাবিক থাকে না  একটি নোটিফিকেশনের জেরে তারা মুহূর্তের মধ্যে খুশি হয়ে ওঠে আবার মুহূর্তের মধ্যে অবসাদে চলে যায় এর প্রভাব পড়ে তাদের রোজকার কাজকর্ম এবং ঘুমে সহজে ঘুম না আসা নিত্য অভ্যাসে দাঁড়িয়ে যায়
ডোপামিন হরমোন ঠিকভাবে উৎপাদিত না হওয়াকে পারকিনসন রোগ বলা হয় বিভিন্ন চিকিৎসার মাধ্যমে ঠিক করতে হয় এই রোগ এসব ছাড়াও দীর্ঘক্ষণ ঝুঁকে টেক্সট করার ফলে শিরদাঁড়ার বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকে স্ক্রিনের ব্রাইটনেস ঠিক না থাকলে প্রভাব পড়ে চোখে পরিশেষে বলা যায়, স্মার্ট হওয়া ভাল, তবে হিসেবের আওতায় থেকে বিজ্ঞানের আশীর্বাদ যেন অভিশাপে পরিণত না হয়, সে দিকে নিজেদেরই খেয়াল রাখতে হবে সূত্র: এবেলা 



Image result for Controlling the human brain smartphone!
Citratai smartphone technology that has changed the world. Having spent a lot of time behind the day-night smartphones. According to a recent study, the negative impact on the health of the smartphone users. The human brain is indirectly managed by smartphones.
The use of new technology continues to change people's physical and brain causing chemicals. As a result of the hormone dopamine in our body system is changed. Dopamine is a hormone that plays an important role in many of the human brain and body. The secretion of hormones that affect our emotions. Studies smartphone addicts often the case, it is not normal. They are due to a notification immediately became happy again goes in a moment of despair. Impact of their daily activities and sleep. Sleep did not come easily as ever, standing habit.

স্মার্টফোন নিয়ন্ত্রণ করছে মানুষের ব্রেইন!

Parkinson's disease is referred to as the hormone dopamine is not produced properly. Right through to the treatment of a variety of diseases. In addition, as a result of long bent spine problems began to appear in the text. If the screen brightness does not affect the right eye. In conclusion, being smart is good, but from within as well. Science does not become a curse as a blessing, he should be on their own.
Source: twice.

0 comments:

Post a Comment

Thanks for Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money