বাদ্যের তালে তালে নির্ভুলভাবে নেচেছে ১০০৭টি রোবট |
রোবট এখন অনেক কিছুই করতে পারে। রোবট খেলা করতে পারে, গান গাইতে পারে, নির্দেশ মত বেশ কিছু কাজ করতে পারে, এমনকি নির্মাণ শিল্প কিংবা হাসপাতালেও কাজে লাগানোর মত রোবট আবিষ্কার হয়েছে।
(Robots could do a lot of things now. Robots that can play, sing, some can act according to the directions, even in the construction industry or hospital use is like a robot).
এমনকি শোনা গিয়েছিল, ‘সেক্স রোবট’ এর কথাও।
কিন্তু ভাবুন তো, গিনেস বিশ্ব রেকর্ড ভাঙার জন্য নাচছে রোবট।
(Even heard, "sex robot" of the word.
But I think, to break the Guinness World Record for the dancing robot.)
অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমনটি ঘটেছে চীনের কিংদাও বিয়ার উৎসবে। সেখানে বাদ্যের তালে তালে একদল রোবট নেচেছে বিশ্বরেকর্ড ভাঙার জন্য।
উচ্চতায় দেড় ফুটের কাছাকাছি, আর সংখ্যায় ১০০৭টি--এই রোবটেরা এক মিনিট ধরে নেচে সম্প্রতি ভেঙ্গেছে গিনেস বিশ্বরেকর্ড।
(Even more amazing happened recently in China kindao beer festival. A record-breaking robot danced to the melody instruments.
Around one and a half feet in height, and the number 1007 - the recently broke the Guinness world record of robots dancing over a minute.)
একটি মোবাইল ফোনের নির্দেশনায় এক মিনিট ধরে তারা নির্ভুলভাবে নেচেছে।
তবে, আয়োজকেরা যত রোবট নিয়ে এসেছিলেন, তাদের সবাই কাজটি ঠিকঠাক শেষ করতে পারেনি।
নাচার সময় এদের কয়েকজন মাটিতে পড়ে গিয়েছিল, আর কয়েকজন যথাসময়ে শেষ করতে পারেনি কাজ।
ফলে প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করা হয় সেগুলোকে।
কেবলমাত্র ১০০৭টি রোবট ঠিক সময়ে কাজটি শেষ করতে পেরেছে।
(For a minute, they danced under the direction of a mobile phone accurately.
However, the organizers came up with the robots, all of them failed to finish the job properly.
Some of them fell to the ground while dancing, and some could not finish the job on time.
As a result, the competition was disqualified.
Only 1007 the robot has to finish the job at the right time.)
0 comments:
Post a Comment
Thanks for Comment