ঢাকা সফর শেষে ভারতের রাজধানী দিল্লিতে পৌছেই নেমেই ব্যপক যানজটের কবলে পরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সোমবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। ওই সময় নয়া দিল্লিতে ভারী বৃষ্টির কারণে ৫০টি স্থানে সড়কে পানি জমে যান চলাচলে বিঘœ ঘটে। এরই মধ্যে কেরির গাড়ি বহর বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই যানজটে পড়ে।
এক টুইট বার্তায় তার সঙ্গে সফররত এক সাংবাদিক জানান, কেরি এক ঘণ্টারও বেশি সময় ধরে যানজটে ছিলেন। গেলো মাসে একই কারণে দিল্লিবাসী ১২ ঘণ্টা যানজটের কবলে পরে।
Kerry caught in traffic in India
Stepping off the huge traffic jams in New Delhi at the end of a visit to Dhaka pauchei wear during US Secretary of State John Kerry.
US Secretary of State arrived in New Delhi on Monday evening. New Delhi, 50 places due to heavy rain at the time the road was clogged traffic œ bigha. In the meantime, Kerry's convoy left the airport immediately after the fall in traffic. He tweeted a visiting reporter, Kerry was in traffic for more than an hour. 1 hour traffic jam in Delhi was caught for the same reason.
And social media quickly started to have some fun at the cost of Mr Kerry's traffic nightmare.
মঙ্গল যাত্রার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে থাকা ছয়জনের এক বছরের মিশন শেষ হয়েছে। মঙ্গল গ্রহের তাপ, চাপ ও আবহাওয়া বিবেচনায় রেখে হাওয়াইয়ের একটি মৃত অগ্নেয়গিরির পাশে নাসার তৈরি গম্বুজে ছিলেন তারা। মিশন শেষে এখন মঙ্গলযাত্রার জন্য প্রস্তুত তারা। গবেষকদের মতে, মঙ্গলে নাসার মানুষ পাঠানোর মিশন এক থেকে তিন বছরের মধ্যে শুরু।
২০১৫ সালের ২৯ আগস্ট। মঙ্গল গ্রহে বসবাসের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ছয়জন। মঙ্গলের সঙ্গে খাপ খাইয়ে নিতে বৈরি পরিবেশের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটির একটি মৃত আগ্নেয়গিরিকে বেছে নেয় নাসা।
মঙ্গল গ্রহের তাপ, চাপ ও আবহাওয়া বিবেচনায় রেখে একটি গম্বুজ তৈরি করে নাসা। ৩৬ ফুট ব্যাস এবং ২০ ফুট উচ্চতার গম্বুজটিতে এক বছর ধরে ছিলেন তারা। সেখানে ছিলোনা বিশুদ্ধ বাতাস ও তাজা খাবার। গম্বুজের বাইরে আসতে তাদের পরতে হয়েছে নভোচারীর পোশাক।
মঙ্গল মিশনের জন্য প্রস্তুত করা এই ছয়জন হলেন ফ্রান্সের একজন মহাকাশ জীববিজ্ঞানী, জার্মানির একজন পদার্থবিদ এবং যুক্তরাষ্ট্রের চারজন, যাদের মধ্যে রয়েছেন পাইলট, স্থপতি, সাংবাদিক এবং ভূতাত্ত্বিক।
তাদের শরীর ও মনের জোর বাড়াতে মঙ্গল গ্রহের অনুরূপ ওই পরিমণ্ডলে বাসের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই হাওয়াইতে রাখা হয় তাদের। প্রস্তুতি শেষ, এখন মঙ্গল যাত্রার অপেক্ষায় তারা।
Well as preparing for a trip to Hawaii in the United States, six one-year mission has ended. Martian heat, pressure, and taking into consideration the weather in Hawaii is a dead agneyagirira dome was made by the NASA. Now they are ready for the mission mangalayatrara. According to the researchers, one of the mission to send humans to Mars by NASA to begin within three years.
015 9 August. Hawaii, traveled to the US to prepare to live on the planet Mars began six. Adapt to the hostile environment of Mars is a dead volcano in the Pacific Islands NASA chooses.
Martian heat, pressure, and considering the weather, NASA creates a dome. 0 feet in diameter and 36 feet high dome was one of those years. There was not that clean air and fresh food. Astronauts have to wear their clothes come out of the dome.
Be prepared for these six mission to Mars is a French aerospace biologist, a physicist in Germany and the United States, four, including the pilot, architect, journalist and geological.
Mars is similar to the body and mind to increase their emphasis on work experience in the field bus lagatei keep them in Hawaii. Preparing for the end, they are now looking forward to the trip to Mars.
সিরিয়ার আলোপ্পোতে নিহত হয়েছে আইএসের গুরুত্বপূর্ণ নেতা ও মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি।
আইএস’র কথিত সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কিভাবে তিনি মারা গেছেন তা জানা যায়নি। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, আল বব নামে শহরের কাছে তাকে টার্গেট করে হামলা চালিয়েছে মার্কিন জোট। তবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি তারা। পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন দেশে আইএসের হামলা পরিকল্পনার নেপথ্যে ছিলেন আল-আদনানি। বিশেষ করে নতুন সদস্য নিয়োগের মাধ্যমে ইউরোপে আত্মঘাতি হামলার মূল সমন্বয়কও ছিলেন তিনি। গেল মে মাসে আল-আদনানির সর্বশেষ ভিডিও বার্তা প্রকাশিত হয়।
Aloppote have been killed in Syria's leader and spokesman Abu Muhammad al-adanani IS important.
Amaka the so-called Islamic State News Agency news agency confirmed the information. However, it is not known exactly how he died. The Pentagon says the US Defense Department, near the city of Al Bob the target of attacks by the coalition. However, they did not confirm the news of his death. Western bisbasaha IS different countries were behind the plan to attack Al-adanani. In particular, the appointment of a new member of the suicide attack in Europe was the main coordinator. Al-adananira latest video message was released in May.
বৃষ্টির দিনে করণীয় : -বৃষ্টির দিনের সর্ব প্রথম সবসময়ের সঙ্গী ছাতা। – তারপর বলতে হয় বৃষ্টিস্নাত দিনে বাইরে যাওয়ার সময় সুতি কাপড়ের পরিবর্তে সিল্কের কাপড় পড়া উচিৎ কারণ সুতি কাপড় ভিজে গেলে শুকাতে সময় লাগে আর সিল্কের বেলায় এই ঝামেলা থাকে না। এছাড়া ও ভেজা সুতি কাপড় অনেকক্ষণ ধরে গায়ে থাকলে জ্বর-সর্দি-কাশি বেড়ে যাওয়ার বিড়ম্বনা থাকে। – বৃষ্টির দিনে যেকোন কাজের প্রয়োজনে প্রত্যেকটা মানুষকে কোন না কোন সময় বাইরে বের হয়ে নালা-নর্দমার ময়লা পানিতে হাটা চলা করতে হয় ।ময়লা পানি যখন পায়ে লাগে তখন অবশ্যই বাইরে থেকে এসে গরম পানি দিয়ে পা পরিস্কার করা উচিৎ।
– গরম পানিতে পা ধুয়ে তোয়ালে দিয়ে ভাল করে মুছে নিতে পারেন আর যারা একটু রুপ সচেতন তারা ইচ্ছে করলে স্ক্র্যব দিয়ে পা পরিস্কার করতে পারেন। – সপ্তাহে অন্তত একবার গরম পানিতে শ্যম্পু দিয়ে ২০-২৫ মিনিট পা ভিজিয়ে রাখতে পারেন। – তারপর ভালো কোন ব্র্যান্ডের লোশন অথবা ভেসলিন দিয়ে পায়ে ভাল করে ম্যাসেজ করে নেন। – বর্ষাকালে প্রত্যেকের উচিৎ যথাযত যত্ন নিয়ে হাত এবং পায়ের নখ ছোট রাখা। – সর্বোপরি জুতা কেনার সময় বৃষ্টি উপযোগী জুতাকে প্রাধান্য দেওয়া উচিৎ।
To do on a rainy day
Brstira first day is always the umbrella company. - Then it's time to speak out on the rain silk instead of cotton cloth Cotton should read because it takes longer to dry when wet silk at this disturbance Do not have. In addition, wet cotton cloth for a long time without wearing a cold-fever rises Embarrassment to it. - A rainy day is not any time for any work necessary for each person to go out The drain-sewage water while walking along the water takes a while to plug the mayala Cleaning the outside of the legs should come with hot water. - Wash your feet with a towel in hot water and a little form that can be removed If you wish to make clear that they are aware of skryaba feet.
- At least once a week in hot water for 0-5 minutes with syampu can keep feet wet. - And like any good brand lotion or massage along bhesalina Took. - The rainy season, everyone should take proper care to keep hands and feet, short nails. - Above all, priority should be jutake buying shoes for rain.
আটা: ক.রান্না ঘরের আটা
আপনার ত্বক পরিচর্যায় অনেক সহায়ক হতে পারে। যে ধরনেরই ত্বক হোক না কেন, আটা সব
ত্বকের জন্যেই ভালো কাজ করে। ১ টেবিল চামচ পরিষ্কার আটা নিয়ে তার সাথে গরুর কাঁচা
দুধ, একটু কাঁচা হলুদ বাটা মিশিয়ে মুখে মেখে ১০/১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলবেন।
খ.আটা
পানিতে ফুটিয়ে পেস্টের মতো করে মুখমন্ডলে লাগালে মুখের ছিট ছিট তিলে দাগ অনেক
হালকা হয়ে যায়। গ.বেসনের
মতো আটা হাতে নিয়ে পানি দিয়ে পেস্ট করে মুখে লাগিয়ে সাবানের মতো মুখ পরিষ্কার করা
যায়। ঘ.দুধের
সরের সাথে আটা ও কাঁচা হলুদ মিশিয়ে মুখে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলবেন।
মধু:মধুর গুণের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। মধু এবং দুধকে বলা
হয় বেহেশতের নিয়ামত। মধু ত্বকের জন্যে খুবই উপকারী। বহু ফেসপ্যাক মধু দিয়ে তৈরি
হয়। কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ একত্রে মুখে মাখলে মুখের রং উজ্জ্বল, কোমল ও মসৃণ
হয়। মধু ও বেসন একত্রে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে
মেখে ১৫/২০ মিনিট রেখে হালকা গরম পানি ও পরে ঠান্ডা পানি দিয়ে ধুলে মুখের ত্বক খুব
সুন্দর ও মসৃণ হয়। কয়েক ফোঁটা মধু + কয়েক ফোঁটা লেবুর রস + ১ চা চামচ
গাজরের রস + ১ চা চামচ ছোলার ডালের বেসন একত্রে পেস্টের মতো করে মুখে মেখে ২০/৩০
মিনিট রেখে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন মুখ মসৃণ ও কোমল হয়ে উঠবে। এ
প্যাকটি শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্যে উপকারী। মধু খেলেও নানা রোগের হাত থেকে রেহাই পাওয়া যায়।
মধু কফনাশক। প্রতিদিন ১ চামচ মধু খেলে ঠান্ডা লাগতে পারে না। আয়ুর্বেদী বহু
চিকিৎসায় মধু ব্যবহৃত হয়। বাসক পাতার রসের সাথে কয়েক ফোঁটা মধু নিয়মিত খেলে ঘুম
ভালো হয়।
খাবার সোডা : খাবার সোডা রুটি, বিস্কুট,
চটপটি ইত্যাদি বহুবিধ রান্নায় ব্যবহার হয়ে থাকে। কিন্তু রূপচর্চা বা কোনো কিছু পরিষ্কার
করার কাজেও যে সেটি ব্যবহার হয় তা হয়তো অনেকেই জানেন না। রূপোর গয়না একটু খাবার সোডা
দিয়ে ব্রাশ করে ধুলে দেখবেন ঝকঝকে হয়ে উঠছে। অনেকের মুখের দাঁত দেখতে হলদেটে ভাব। তারা
যদি একটু খাবার সোডা দাঁত মাজার ব্রাশের ওপর নিয়ে মেজে নেন, তাহলে দেখবেন দাঁতগুলো
মুক্তোর মতো ঝকঝকে হয়ে উঠেছে। তবে, এ পদ্ধতিটি আপনি রোজ করতে যাবেন না। এতে মাঢ়ির ক্ষতি
হবে।
আলু: শুধু রান্না-বান্না, খাবার-দাবারে যে আলুর ব্যবহার হয়
তা নয়। রূপচর্চায় আলুর অবদান একেবারে কম নয়। অনেকে গায়ের রং ফর্সা করার জন্যে নানান
জিনিস ব্যবহার করে থাকেন। তারা হয়তো অনেকেই জানেন না আলু ব্যবহার করেও শরীরের রং উজ্জ্বল
করা যায়। গোল আলু খোসাসহ গোল গোল করে কেটে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে
তারপর পানি থেকে তুলে হাতে পায়ে মুখে গলায় ঘষে ঘষে মেখে নিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
এভাবে নিয়মিত করলে দেখবেন গায়ের রং উজ্জ্বল হয়ে উঠেছে।
ডিম: শুকনো ত্বকের জন্যে
ডিমের কয়েকটি প্যাক :ক. ডিমের হলুদ
অংশ + আধা চা চামচ অলিভ অয়েল + কয়েক ফোঁটা লেবুর রস। এ প্যাকটি মুখ ধুয়ে, পরিষ্কার
মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পরে প্রথমে হালকা কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ও পরে ঠান্ডা
পানি দিয়ে ধুয়ে নিলে ত্বকের জন্যে খুবই ভালো ফল হবে। খ. ডিমের কুসুম ও তার সাথে অ্যালমন্ড অয়েল অথবা অলিভ
অয়েল আধা চা চামচ মিশিয়ে মুখে মেখে ১৫ মিনিট রেখে প্রথমে হালকা কুসুম গরম পানি, পরে
ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। সাধারণত সপ্তাহে ২/৩ দিনের বেশি লাগানোর দরকার নেই।
এতে আপনার ত্বক সতেজ হয়ে উঠবে।
পেঁয়াজ :রূপচর্চায় পেঁয়াজের বিরাট ভূমিকা রয়েছে। বহু রোগ সারাতেও
পেঁয়াজের জুড়ি নেই। কাঁচা পেঁয়াজে ভিটামিন-বি ও ভিটামিন-সি রয়েছে। কাঁচা পেঁয়াজের রস
ও আদার রস সমপরিমাণে নিয়ে সামান্য গরম করে ১ বা ২ চা চামচ খেলে নতুন সর্দির উপশম হয়।
যদি কারো নাক থেকে অনবরত পাতলা পানির মতো শ্লেষ্মা পড়ে তাহলে কাঁচা পেঁয়াজ ও আদা সামান্য
তেলে ভেজে নিয়ে খেলে শ্লেষ্মা ঘন হয়। মাথার খুশকিতে কাঁচা পেঁয়াজের রস ওষধি হিসেবে
কাজ করে। তাছাড়া কাঁচা পেঁয়াজের সাথে সামান্য কয়েকটি সর্ষে বেটে মাথায় বিলি কেটে দিলে
নতুন চুল গজায়।
শসা :শসার গুণের কথা বর্ণনা করে শেষ করা
যাবে না। শসা যেমন রান্না-বান্নায়, খাওয়া-দাওয়ায় ব্যবহৃত হয় তেমনি ব্যবহৃত হয় রূপচর্চায়। ক. মুখে কোনো কালো দাগ পড়লে কচি শসার রস মুখে লাগিয়ে
১৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। এভাবে কিছুদিন নিয়মিত লাগালে দাগ উঠে যায়। খ. শসার রসের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মুখে মেখে শুকিয়ে
গেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিলে মুখের রং উজ্জ্বল ও কোমল হয়। তবে নিয়মিত কিছুদিন করতে
হবে। গ. অনেক সময় দেখা যায় চোখের নিচে অনেকেরই কালো দাগ পড়ে।
শসার রস নিয়মিত মাখলে এ দাগ দূর হবে। ঘ. মনে রাখবেন যদি কেউ ফর্সা হতে চান তবে নিয়মিত শসার
রসের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে, হাতে ও গায়ে নিয়মিত মাখলে গায়ের রং ফর্সা
হয় অথবা শসা পাতলা পাতলা করে কেটে মুখে ঘসে নিতে পারেন। পরে শুকোলে ঠান্ডা পানিতে ধুয়ে
নেবেন। তৈলাক্ত ত্বকের জন্যে শসা খুবই উপকারী। তবে কাঁচা ব্রণের ওপর লেবুর রস লাগালে
দাগ হয়। তার জন্যে শুধু শসার রসই ভালো। ঙ. মুখকে রোদ থেকে বাঁচাতে, মুখের দাগ তুলতে ও ময়লা থেকে
যদি রেহাই পেতে চান তবে শসার সাহায্যে একটি ফেসপ্যাক বানিয়ে ২৫/৩০ মিনিট রেখে প্রথমে
গরম পানি, পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে আপনি নিশ্চিন্তে বাইরে বেড়িয়ে আসতে পারেন।
এতে ত্বক সারাদিনের জন্যে যেমন চকচকে, মসৃণ ও কোমল থাকবে তেমনি বাইরের নানান জীবাণু
থেকে ত্বক রেহাই পাবে। এবার জেনে নিন কীভাবে প্যাকটি তৈরি করবেন। একটি কচি শসা
পাতলা করে কেটে থেঁতো করে তার সাথে একটি ডিমের কাঁচা কুসুম, এক টেবিল চামচ গুঁড়ো দুধ
মিশিয়ে মিক্সার মেশিন অথবা ব্লেন্ডারে মিশিয়ে নিয়ে মুখে, গলায় ও হাতে মেখে নেবেন। ব্লেন্ডার
না থাকলে হাতেই ভালো করে মিশিয়ে নেবেন।
মটর দানা: মটরেও রয়েছে নানান ভিটামিন। মটর খেতে আমরা সবাই ভালবাসি।
মটর দিয়েও সুন্দর ফেসপ্যাক তৈরি করা যায়। তৈলাক্ত ত্বকের জন্যে মটরের সাহায্যে আপনি
সুন্দর ফেসপ্যাক বানাতে পারেন। মটর প্রসেস করে রেখে বহু দিন ব্যবহার করতে পারবেন।
প্রস্ত্তত প্রণালী : এক কাপ মটর নিয়ে গরুর দুধে সারা
রাত ভিজিয়ে রাখুন। পরের দিন দুধ থেকে তুলে নিয়ে শুকিয়ে নেবেন এবং এই শুকনো মটর গ্রাইন্ডারে
গুঁড়ো করে অথবা শিলপাটায় গুঁড়ো করে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে কিছুটা নিয়ে পানি
মিশিয়ে পেস্টের মতো করে মুখে লাগাতে পারবেন। ১৫ মিনিটের মতো মুখে রেখে ধুয়ে ফেলবেন।
এ প্যাকটি ব্রণের জন্যে খুবই উপকারী।
পুদিনা পাতা: প্রথমে পুদিনা গাছ থেকে শুধু পাতা নিন। ভালো ভাবে ধুয়ে
মিহি করে বেটে পেস্টের মতো বানিয়ে রাতে মুখে ভালো ভাবে লাগিয়ে রেখে দিন। পরের দিন ভোরে
মুখ ধুয়ে ফেলুন। এভাবে মাস খানেক লাগানোর পর দেখবেন আপনার মুখে আর আগের ব্রণ নেই। দাগও
নেই।
পানি শুধু শরীরে আর্দ্রতা জোগায় না, ত্বককে করে তোলে সজীব। তাই ত্বক সুন্দর রাখতে এ সময়ে প্রচুর পানি পান করুন।
টোনার ব্যবহার করুনটোনার ত্বকের রোমকূপ বন্ধ ও ত্বককে শীতল রাখতে সাহায্য করে। বাজার থেকে ভালো কোম্পানির টোনার দেখে কিনুন। ঘরোয়া টোনার হিসেবে গোলাপজল ভালো কাজ করে।
ওয়াটার বেজ ময়েশ্চারাইজার ব্যবহার করুনগরমের সময়ও ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ করবেন না। কারণ ময়েশ্চারাইজার ত্বকে আর্দ্রতা জোগানোর পাশাপাশি ত্বককে নরম রাখে। তবে গরমের সময় ওয়াটার বেজ ময়েশ্চারাইজার বেছে নিন ত্বকের যতেœ।
ত্বক পরিষ্কার রাখুন সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করুন। যদি এমন হয় সারা দিন বাইরে বের হননি তবুও রুটিন করে ত্বক পরিষ্কার করতে ভুলবেন না।
এক্সফোলিয়েট করুনগরমের সময় ত্বকের মরা কোষ দূর করে রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য ত্বককে এক্সফোলিয়েট করা জরুরি। কারণ এ সময় ধুলাময়লা জমে ত্বক অপরিচ্ছন্ন হয় বেশি। চার-পাঁচ চামচ বেসনের সাথে এক চামচ হলুদ, পাঁচ-ছয় ফোঁটা গোলাপজল ও দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন। আধঘণ্টা পর ঘষে ঘষে তুলে ফেলুন।
রোদ এড়িয়ে চলুনবেসন ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে খুব কার্যকর। বেসনের সাথে টক দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। রোদে পোড়া দাগ দূর করতে লেবুর রস ভালো কাজ করে। পেঁপে প্রাকৃতিক কিনজার হিসেবে ভালো কাজ করে। তাই ত্বক পরিষ্কার করতে দুই টেবিল চামচ চটকানো পেঁপের সাথে এক চা চামচ মধু ও একটা ডিমের সাদা অংশ মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।
ত্বককে শীতল রাখুনগরমে ত্বক শীতল রাখা খুব প্রয়োজন। এক টেবিল চামচ কোরানো শসার সাথে এক টেবিল চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। খুবই সতেজ অনুভব করবেন। এ ছাড়া পুষ্টিকর খাবার, ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম ত্বক ভালো রাখার জন্য খুবই জরুরি। লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
রোবট এখন অনেক কিছুই করতে পারে। রোবট খেলা করতে পারে, গান গাইতে পারে, নির্দেশ মত বেশ কিছু কাজ করতে পারে, এমনকি নির্মাণ শিল্প কিংবা হাসপাতালেও কাজে লাগানোর মত রোবট আবিষ্কার হয়েছে।
(Robots could do a lot of things now. Robots that can play, sing, some can act according to the directions, even in the construction industry or hospital use is like a robot).
এমনকি শোনা গিয়েছিল, ‘সেক্স রোবট’ এর কথাও।
কিন্তু ভাবুন তো, গিনেস বিশ্ব রেকর্ড ভাঙার জন্য নাচছে রোবট।
(Even heard, "sex robot" of the word.
But I think, to break the Guinness World Record for the dancing robot.)
অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমনটি ঘটেছে চীনের কিংদাও বিয়ার উৎসবে। সেখানে বাদ্যের তালে তালে একদল রোবট নেচেছে বিশ্বরেকর্ড ভাঙার জন্য।
উচ্চতায় দেড় ফুটের কাছাকাছি, আর সংখ্যায় ১০০৭টি--এই রোবটেরা এক মিনিট ধরে নেচে সম্প্রতি ভেঙ্গেছে গিনেস বিশ্বরেকর্ড।
(Even more amazing happened recently in China kindao beer festival. A record-breaking robot danced to the melody instruments.
Around one and a half feet in height, and the number 1007 - the recently broke the Guinness world record of robots dancing over a minute.)
একটি মোবাইল ফোনের নির্দেশনায় এক মিনিট ধরে তারা নির্ভুলভাবে নেচেছে।
তবে, আয়োজকেরা যত রোবট নিয়ে এসেছিলেন, তাদের সবাই কাজটি ঠিকঠাক শেষ করতে পারেনি।
নাচার সময় এদের কয়েকজন মাটিতে পড়ে গিয়েছিল, আর কয়েকজন যথাসময়ে শেষ করতে পারেনি কাজ।
ফলে প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করা হয় সেগুলোকে।
কেবলমাত্র ১০০৭টি রোবট ঠিক সময়ে কাজটি শেষ করতে পেরেছে।
(For a minute, they danced under the direction of a mobile phone accurately.
However, the organizers came up with the robots, all of them failed to finish the job properly.
Some of them fell to the ground while dancing, and some could not finish the job on time.
As a result, the competition was disqualified.
Only 1007 the robot has to finish the job at the right time.)
প্রতি বছর ভারতে হাজার হাজার বিদেশি পর্যটক আসেন।Every year, thousands of foreign tourists coming to India.
ভারতে এসে বিদেশি পর্যটকদের ‘স্কার্ট না পরার’ ও ‘রাতে একলা ঘোরাঘুরি না করার’ পরামর্শ দিয়ে প্রবল বিতর্ক তৈরি করেছেন দেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা। পরে তিনি নিজের বক্তব্যের সমর্থনে সাফাই দিলেও সে বিতর্ক থামেনি। আগ্রার মতো জনপ্রিয় পর্যটনস্থলগুলোতে বিদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার কী করছে, রবিবার এমন এক প্রশ্নের জবাবে ভারতের পর্যটন মন্ত্রী ওই বিতর্কিত মন্তব্য করেন। মহেশ শর্মা তখন বলেছিলেন, “এয়ারপোর্টে যখন বিদেশি পর্যটকরা নামবেন তখন তাদের হাতে কী করা উচিত ও কী করা উচিত নয়-এর একটি তালিকা ধরিয়ে দেওয়া হবে। সেখানেই বলা থাকবে, কোনও ছোট জায়গায় যখন তারা যাবেন তখন যেন রাতে একলা না বোরোন কিংবা স্কার্টের মতো পোশাক না-পরেন!’’ ভারতকে একটি সংস্কৃতিসম্পন্ন দেশ হিসেবে বর্ণনা করে তিনি আরও বলেন “আমাদের দেশের মন্দিরগুলোতে একটা পোশাকবিধি আছে, সেখানে যাওয়ার সময় সেটা মাথায় রাখলে ভাল"। তবে মন্ত্রী অবশ্য তখনই স্পষ্ট করে দিয়েছিলেন, কে কী পোশাক পরবেন বা পরবেন না এমন কোনও ড্রেস কোড বা পোশাকবিধি চালু করার ইচ্ছে সরকারের নেই। কিন্তু তা সত্ত্বেও মন্ত্রীর স্কার্ট না-পরার পরামর্শ নিয়ে এরপরই তুমুল হইচই শুরু হয়ে যায়, সোশ্যাল মিডিয়াতে অনেকেই মন্ত্রী মহেশ শর্মাকে কটাক্ষ করে মন্তব্য করতে শুরু করেন। কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচক বলে পরিচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেন, “বৈদিক যুগেও ভারতের নারীদের যে পোশাক পরা না-পরার স্বাধীনতা ছিল, মোদির যুগে সেটুকুও আর নেই!’’ তার মন্তব্য প্রবল বিতর্ক তৈরি করেছে, এটা বুঝেই এদিন সকালে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে এগিয়ে আসেন মহেশ শর্মা। তিনি দাবি করেন, পর্যটকদের সুরক্ষা নিয়ে ‘উদ্বেগে’র কারণেই তিনি স্কার্ট না-পরার কথা বলেছিলেন। মি: শর্মা আরও বলেন, “আমি নিজে দুই কন্যার পিতা। আমি নারীদের কখনোই বলতে যাব না যে কী পরা উচিত বা কী পরা উচিত নয়"। তিনি আরও বলেন, “আমাদের সংস্কৃতি হল অতিথিদেবো ভব, অতিথিদের আমরা দেবতার মতো দেখি। ফলে আমরা এমন কোনও নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবতেই পারি না, কিন্তু সাবধান হওয়ার মধ্যে দোষের কিছু নেই"।
( Foreign tourists come to India, "do not wear a skirt" and "not to hang around alone at night 'counsel made a strong debate Mahesh Sharma, Minister of Tourism and Culture. He later defended his statement, though he stopped the debate. Agra a popular paryatanasthalagulote foreigners to ensure the safety and protection of the government, the tourism minister said on Sunday in response to a question about the controversial remarks. When Mahesh Sharma said, "the foreign tourists at the airport getting what they should and should not do to a list of which will be delivered. Said there would be a small place, so that when they go out alone at night, do not wear clothing Boro or a skirt! ' Describing India as a country of culture, he said: "Our country is a posakabidhi temples there, head down the best time to go there." However, the minister has made clear, however, what clothes to wear or not to wear such a dress code or posakabidhi government does not want to start. However, the minister did not skirt-wearing advice and then started fierce uproar, social media, many people began to comment and refers to the Minister Mahesh Sharma. The central government critic, known as Delhi Chief Minister Arvind Kejriwal tweeted, "India's Vedic era, women had the freedom to wear or not to wear clothing that Modi is no age anymore! ' His comments made vigorous debate, noting the day it came out in the morning to explain his remarks Mahesh Sharma. He claimed that the protection of tourists' udbegera why he did not wear a skirt spoke. Mr. Sharma said, "I am the father of two daughters myself. I'm not going to say that women are never what you should wear, what to wear or not. " He added, "Our culture is the essence atithidebo guests as we see god. As a result, we can not think about any sanctions, but there is nothing wrong in being careful. ")
তবে গাল্ফ নিউজ বলছে, দুবাইয়ের সরকারি দফতের কাজকর্মের মান যেন বিশ্বমানের হয় তা নিশ্চিত করার লক্ষ্যে শেখ মোহাম্মদ প্রায়ই আচমকা বিভিন্ন অফিসে গিয়ে হাজির হন।
পত্রিকাটি বলছে, এর আগে দুবাই বিমান বন্দরেও একই ধরনের ঝটিকা পরিদর্শন চালানো হয়েছিল।
সে সময় অবশ্য দেখা গিয়েছিল ইমিগ্রেশন কর্মকর্তারা ঠিকই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
দুবাইয়ের শাসকের পরিদর্শনের সময় যারা অফিসে হাজির ছিলেন না, তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।
(Dubai's ruler Sheikh Mohammed bin Rashid came to visit government offices suddenly became shocked himself.
Sunday was the first working day of the week in Dubai.
Sheikh Mohammed decided he will visit a government office work.
Accordingly, at seven in the morning, one after another, he began to visit government offices.
Officers went to the office, but there is no one in the office.
Gulf News newspaper has reported, the media video, posted on Twitter from the office of Sheikh Mohammed is standing empty.
Empty office desk. His portrait is emblazoned on the wall.
However, according to the Gulf News, Dubai's government daphatera as a world-class performance standards in order to ensure that at the office of Sheikh Mohammed often sharply different.
According to the newspaper, before the Dubai airport the same kind of surprise inspections were carried out.
At that time, however, was found to immigration officials to carry out their duties well.
During a visit to the ruler of Dubai, who was not at the office, their fate is not known).
সংগঠনের ওয়েবসাইটে বিবৃতি প্রকাশের মাধ্যমে বুধবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
“আমি ভেতরে ভেতরে খুব উদ্বিগ্ন। আগামীকালের জন্য অত্যন্ত উদ্বিগ্ন”। জামায়াতের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত শীর্ষস্থানীয় নেতা মীর কাশেম আলীর রিভিউ আবেদনের রায় ঘোষণার ঠিক একদিন আগে এই বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার এই বক্তব্যটি গতকাল (সোমবার) বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষ হয়ে মীর কাশেমের মামলাটি পরিচালনা করেন মি. আলম। মঙ্গলবার সেই রিভিউ আবেদন খারিজ করে দেবার পর মাহবুবে আলম সাংবাদিকদের কাছে স্বস্তি প্রকাশ করে বললেন, “যে আশা নিয়ে সমস্ত জাতি এবং আমি অপেক্ষা করেছি সেটা সম্পূর্ণ হয়েছে। এজন্য আমরা এ রায়ে সন্তুষ্ট”। সোমবার মাহবুবে আলমের বক্তব্যে আসন্ন রায় নিয়ে উদ্বেগ প্রকাশের ঘটনা নানারকম আলোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কি কারণে এমন মন্তব্য করে থাকতে পারেন অ্যাটর্নি জেনারেল?
মীর কাশেম আলী ২০১২ সালের জুন মাস থেকেই কারাবন্দী। এখন তার ফাঁসীর দণ্ড কার্যকর করার জন্য অপেক্ষা শুধু রিভিউ আবেদনের রায় প্রকাশের এবং মি. আলী যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন, তবে তার জবাবের। (ফাইল চিত্র)
আজ সেই প্রশ্নের জবাব দিলেন তিনি। বললেন, “আইনজীবী হিসেবে আমি এই মামলাটি পরিচালনা করেছি। আমার উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যান্য যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড যেভাবে বহাল রয়েছে এটা তা না থাকলে আমি এবং সমগ্র জাতি হতাশ হতাম। তার থেকেই এই উদ্বিগ্নতা”। তবে রায় নিয়ে স্পষ্টতই অসন্তোষ প্রকাশ করেছে আসামী পক্ষ। মীর কাশেম আলীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, অসত্য তথ্যপ্রমাণ দেখিয়ে এই রায় বহাল রাখা হয়েছে। তবে সর্বোচ্চ আদালতের এই রায় তারা মেনে নিচ্ছেন বলে উল্লেখ করেন। এই রায়কে সরকারী ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই বক্তব্য দেয়া হয়েছে। বিবৃতিতে আগামীকাল বাংলাদেশ জুড়ে হরতাল পালনের ঘোষণা দিয়েছে জামায়াত। এই প্রতিবেদন শেয়ার করুন:
Two university students drunk eve teaser disfavour. দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর কোপানলে মাতাল ইভ টিজার।
এক মাতাল ইভ টিজারকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটাচ্ছেন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী, এমন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বহু মানুষ ওই ছাত্রীদ্বয়ের প্রশংসা করেছেন।
(Going down the street with bamboo drunk eve teaser of two university students, after the outbreak of the video on the Internet, many people praised the chatridbayera).
রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের ভুবনেশ্বরের উৎকল বিশ্ববিদ্যালয় চত্বরে।
ভারতে ইভ টিজারদের পেটানো আর তার ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার বেশ কিছু ঘটনা সম্প্রতি সামনে এসেছে।
পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সেদিন বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফেরার সময়ে এক ছাত্রীর পথ রোধ করে বিনোদ সাহু নামে এক মোটরবাইক আরোহী।
সে ওই ছাত্রীটিকে মোটরসাইকেলে চড়িয়ে হস্টেলে এগিয়ে দেবার প্রস্তাবও দেয়।
স্থানীয় সংবাদমাধ্যমকে ওই ছাত্রীটি বলেছেন, “বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা একদম ফাঁকা ছিল সেই সময়ে। হঠাৎই মোটরসাইকেল নিয়ে আমার সামনে এসে হাজির হয় লোকটি। সে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। আমি প্রথমে ঘাবড়ে যাই। তারপরেই একটা বাঁশ তুলে ভয় দেখাতে সে পালায়।”
তারপরেই এক বান্ধবীকে ফোন করে ডেকে আনেন ওই ছাত্রীটি।
একটু খোঁজাখুঁজি করতেই পাওয়া যায় মাতাল ইভ টিজারটিকে।
তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে রাস্তায় ফেলে দুজনে মিলে বাঁশ দিয়ে পেটাতে শুরু করেন।
ততক্ষণে পুলিশ হাজির হয়ে যায়, জড়ো হয় অন্যরাও।
ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ছাত্রী ক্রমাগত বাঁশ দিয়ে পেটাচ্ছেন রাস্তায় বসে থাকা ন্যাড়া মাথার ওই মধ্যবয়সীকে।
সে যতবার উঠে দাঁড়াতে যাচ্ছে, ততবারই ছাত্রীরা বাঁশ দিয়ে পেটাচ্ছেন আর ওড়িয়া ভাষায় ধমকাচ্ছেন।
কয়েকবার হাত জোড় করে ক্ষমা চাইলে আরও মার পড়ছে পিঠে, হাতে, পায়ে।
Vinod Sahu drunk could not escape the hands of even apologized. জোড় হস্তে ক্ষমা চেয়েও রেহাই পায়নি মাতাল বিনোদ সাহু।
সোমবার ওই ইভ টিজারকে গ্রেপ্তার করে পুলিশ।
মাতাল ব্যক্তিটি পেশায় গৃহশিক্ষক বলে জানা যাচ্ছে।
অন্য অনেক দেশের মতোই ভারতেও নারীদের উত্যক্ত করার ঘটনা নিয়মিতই ঘটে।
কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ইভ টিজারদের ধরে পেটানো বা অন্য শাস্তি দেওয়ার ঘটনাও বাড়ছে।
অনেক ক্ষেত্রেই পুলিশের হাতে তুলে দেওয়ার আগেই ধরা পড়ে মার খাচ্ছে ইভ টিজাররা।
সেই ছবি আবার সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ছে।
ইভ টিজারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে বেশীরভাগ সময়ে উত্যক্তের শিকার নারীরাই মূল ভূমিকা নিচ্ছেন, এমন ঘটনাও সামনে আসছে।
গত বছর কলকাতা সংলগ্ন বারাসাত এলাকায় এক কারাতে প্রশিক্ষক তরুণী একসঙ্গে দুই ইভ টিজারের গলা ধরে প্রথমে মাথা ঠুকে দিয়েছিলেন, তারপরে জোরে লাথি মেরেছিলেন তলপেটে।
ওই তরুণীকে রাজ্য সরকার সম্প্রতি পুরস্কৃত করেছে।
কলকাতা সহ ভারতের বিভিন্ন স্কুল-কলেজে কারাতে প্রশিক্ষণও জনপ্রিয় হচ্ছে।
অনেক স্কুলে ছাত্রীদের জন্য কারাতে শিক্ষা বাধ্যতামূলকও করা হয়েছে।
এলিজাবেথের জন্ম লন্ডনে ২১শে এপ্রিল ১৯২৬ সালে। বাবা আলবার্ট, ডিউক অফ ইয়র্ক এবং সাবেক লেডি এলিজাবেথ বাওয়েস-লিওনের প্রথম সন্তান তিনি।
শিশু রাজকুমারী এলিজাবেথকে তার পরিবার ডাকত 'লিলবেট' নামে। তার এক কাজিন বোন মার্গারেট রোডস্ বলেছেন ''খুবই হাসিখুশি মেয়ে ছিলেন তিনি, কিন্তু ছিলেন মার্জিত ও বিবেচক''।
১৯৪৭ সালের ২০শে নভেম্বর তিনি তার দূর সম্পর্কের কাজিন গ্রিসের যুবরাজ ফিলিপকে বিয়ে করেন। তাদের বিয়ে হয় ওয়েস্টমিনস্টার গির্জায়।
রানির প্রথম সন্তান চার্লস জন্ম নেয় ১৯৪৮ সালে। তরুণ দম্পতি এর পরের কয়েক বছর তুলনামূলকভাবে স্বাভাবিক জীবন কাটান। ১৯৫০ সালে চার্লসের বোন অ্যান জন্মগ্রহণ করেন।
১৯৫২ সালে রাজার মৃত্যুর খবর তিনি পান কেনিয়াতে বসে। সঙ্গে সঙ্গে লন্ডনে ফিরে আসেন ব্রিটেনের নতুন রানি হিসাবে। ১৯৫৩ সালে তাঁর অভিষেক অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষ। তাঁর শপথগ্রহণের অনুষ্ঠান দেখানো হয় টিভিতে।
১৯৭৭ সালে রানির সিংহাসন আরোহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি ব্যস্ত সময় কাটান যুক্তরাজ্য সফর করে- ১০ সপ্তাহে ব্রিটেনের ৩৬টি কাউন্টি ঘোরেন এবং এ উপলক্ষে বিশ্বে ৫৬ হাজার মাইল পথ পরিক্রমা করেন।
গাড়ি দুর্ঘটনায় পুত্রবধূ প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর রাজপরিবার শোক পালন করেন লোকচক্ষুর আড়ালে। কিন্তু সেসময় ডায়ানার মৃত্যুতে সাধারণ মানুষের ক্ষোভ পরিণত হয় এমন অভিযোগে যে এই শোকে রানির কোনো প্রতিক্রিয়া হয় নি এবং তিনি সাধারণ মানুষের শোকের সঙ্গে একাত্ম বোধ করেন নি। রানি তখন এর প্রতিক্রিয়ায় মন্তব্য করেছিলেন ''ডায়ানার জীবন ও তার মৃত্যুতে জনগণের অভূতপূর্ব শোক থেকে শিক্ষা নেবার আছে''।
রানির সিংহাসন আরোহনের হীরক জয়ন্তীতে বাকিংহাম প্রাসাদের বাইরে উৎসব অনুষ্ঠান।
২০১৫ সালের ৯ই সেপ্টেম্বর বিকাল সাড়ে পাঁচটা- পরিসংখ্যান হিসাব করে বলা হয় ঠিক সেই মূহুর্তে রানি এলিজাবেথের রাজত্বকাল- ২৩,২২৬ দিন, ১৬ ঘন্টা ৩০ মিনিট যা পূর্বপুরুষ রানি ভিক্টোরিয়ার রাজত্বকালের চেয়েও বেশি।
২১শে এপ্রিল ২০১৬ রানি ৯০ বছর পূর্ণ করলেন। তিনি যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে আসীন রাজপরিবারের সদস্য।
Tractor, large-sized aircraft, you will see a big flower, even in the Punjab, which is the head of household water tanks. ( ট্র্যাক্টর, বিশাল আকারের ফুল এমনকী প্রকান্ড বিমান দেখতে পাবেন পাঞ্জাবে বাসাবাড়ির মাথায় যেগুলো আসলে পানির ট্যাংক) । বিমান পাগল সান্তোখ সিং উপ্পাল তার বাড়ির মাথায় বসিয়েছেন বিশেষভাবে ডিজাইন করা এই পানির ট্যাংক। পাঞ্জাবে বিভিন্ন বাড়ির মাথায় দেখতে পাবেন এধরনের সৃষ্টিধর্মী নানাধরনের পানির ট্যাংক। এধরনের স্থাপত্য ব্যবহারিকভাবে পানির ট্যাংক হিসাবে বসানো হলেও এধরনের স্থাপত্যের মধ্যে দিয়ে বেশিরভাগ সময়ই বাড়ির মালিকের চাকরি, তার সামাজিক পরিচয় এবং তার আগ্রহের প্রতিফলন ঘটে। জলন্ধর জেলার জান্দিয়ালা গ্রামের বাহারা সিং তার বাড়ির ছাদে পানির ট্যাংক হিসাবে বসিয়েছেন একটি যুদ্ধের ট্যাংক। এধরনের পানির ট্যাংক যারা তৈরি করছেন তারা সুদক্ষ কারিগর। পাঞ্জাব রাজ্যের বিভিন্ন জেলায় দোকানে কিনতে পাওয়া যায় এসব অভিনব পানির ট্যাংক। দোকানগুলোতে অভিনব এসব ট্যাংকের নমুনা দেখে আপনি বাছাই করতে পারেন কোন্টা আপনার পছন্দ। বিশাল আকৃতির এসব ট্যাংক দেখা যায় অনেকদূর থেকে এবং বিভিন্ন এলাকার এসব অভিনব পানির ট্যাংক রীতিমত আলোচনার বিষয়। প্রায়ই দেখা যায় এসব ট্যাংক দেখতে আশপাশের এলাকা থেকে মানুষজন সেখানে ভিড় জমাচ্ছেন অথবা তারা ছবি তুলছেন। পানির ট্যাংকের জন্য সবচেয়ে জনপ্রিয় ডিজাইন হল পরিবহন সংক্রান্ত নানাধরনের স্থাপত্য। Source : BBC Bangla